আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম
ঘরে বসে ২০ ক্লাসে আরবি কুরআনের ভাষা শিক্ষা
১। আমাদের আবেদন
আমরা সবাই জানি বর্তমানে মিডিয়া কিভাবে আমাদের জীবনে স্থান করে নিয়েছে। মিডিয়ার হামলা আর আগ্রাসন থেকে আজ আমরা কেউই নিরাপদ নই। সবার ঘরে ঘরে মিডিয়া ঢুকে পড়েছে। প্রতিটি বাড়িতে, দোকানে, অফিস-আদালতে এমনকি শিক্ষিত-অশিক্ষিত সবার পকেটে পকেটে পৌঁছে গেছে।
মিডিয়াগুলো যদি শুধু ন্যায় ও সুন্দরের পথ দেখাতো, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাহলে আমরা একে সাধুবাদ জানাতাম। আসলে এটিই কিন্তু মিডিয়ার দায়িত্ব। দুঃখের সঙ্গে আমরা দেখি, মিডিয়া সে দায়িত্ব পালন না করে শুধু মন্দের প্রচারেই অধিক ব্যস্ত। মন্দ আর অসুন্দরের সঙ্গেই তার যত সখ্য।
এমতাবস্থায় যারা ইসলাম নিয়ে ভাবেন, ইসলামের প্রসারই যাদের কাম্য ও কর্ম, তাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না। শুধু মিডিয়াকে বকাঝকা করাই তাদের কর্তব্য নয়। তাদের দায়িত্ব সুস্থ মিডিয়া এবং নির্দোষ গণমাধ্যম প্রতিষ্ঠা করা। ইসলাম প্রচারে মিডিয়াকে কাজে লাগানো এখন সময়ের দাবি।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
وَمَـنْ أَحْــسَـنُ قَـوْلًا مِّـمَّـنْ دَعَـا إِلَـى اللهِ وَعَـمِـلَ صَـالِـحًـا وَقَـالَ إِنَّـنِـيْ مِـنَ الْـمُـسْـلِـمِـيْـنَ ﴿فصلت: ٣٣﴾
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত? (সূরা হা-মীম-আস সিজদাহঃ ৩৩)
আল্লাহ তাআলা আরো বলেন,
قُلْ هٰذِه سَبِيلِـىْ اَدْعُوْ إِلَـى اللهِ عَلٰى بَصِيْرَةٍ اَنَا وَمَنِ اتَّـبَعَنِـىْ وَسُبْحَانَ اللهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ ﴿يوسف: ١٠٨﴾
বলুন, এটা আমার পথ। আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভূক্ত নই। (সূরা ইউসুফঃ ১০৮)
রাসূলুল্লাহ (সাঃ) বলেন,
فَوَاللهِ لَأَنْ يَّهْدِيَ اللهُ بِكَ رَجُلًا خَيْرٌ لَّكَ مِنْ اَنْ يَّكُوْنَ لَكَ حُمْرُ النَّعَمِ»
আল্লাহ যদি তোমার মাধ্যমে একজনকে হেদায়েত দেন তবে তা লাল উটের চেয়ে উত্তম। (বুখারীঃ ৩০০৯)
তিনি আরো বলেন,
بَلِّغُوْا عَنِّـىْ وَلَوْ اٰيَةً
তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও। (বুখারীঃ ৩৪৬১)
আগে সমাজ সংস্কারকগণ বাজারে, মসজিদে ও বিভিন্ন লোক সমাগমস্থলে গিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। কিন্তু তথ্যপ্রযুক্তির এই উৎকর্ষের যুগে একজন দায়ী (আল্লাহর পথে আহ্বানকারী) ঘরে বসেই রেডিও, টিভি, সিডি, বই ও পত্র-পত্রিকা ইত্যাদির মাধ্যমে দাওয়াত পৌঁছাতে পারেন কোটি কোটি লোকের দুয়ারে। এটিকে সহজ ও গতিশীল করেছে আন্তর্জাতিক তথ্যবিনিময় মাধ্যম তথা ইন্টারনেট। সন্দেহ নেই আল্লাহর দিকে মানুষকে ডাকার এক চমৎকার মাধ্যম এসব মিডিয়া। মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা বৃহত্তর অঙ্গনে দীন প্রচার করতে পারি।
প্রিয় পাঠক কোরানের সাথীরা! এরই বৃহৎ পরিকল্পনা নিয়ে “বুঝতে শিখুন কুরআনের ভাষা, কথা বলুন আল্লাহর সাথে” শ্লোগনে খুব ক্ষুদ্র পরিসরে হলেও যাত্রা শুরু করেছি আমরা। আমাদের লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষা-ভাষীদের জন্য গুনগত মানসম্পন্ন আন্তর্জাতিকমানের একটি অনলাইন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। বাংলা ভাষায় উল্লেখযোগ্য অনেক অনলাইন কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এমন একটি প্লাটফর্ম দার করিয়েছি। একাজে অনেক গবেষণার দরকার যার জন্য অর্থের কোন বিকল্প নেই। আপনিও চাইলে আমাদের পাশে দাঁড়াতে পারেন। ভাগী হতে পারেন দ্বীনী দাওয়াতের কাজে।
তবে আমরা জানি, আপনি একা। আমরাও একা, নিজ নিজ জায়গাতে আমরা সবাই একা, তাও জানি। কিন্তু সবাই মিলেও কী একা?
আমাদের রয়েছে পর্যাপ্ত দক্ষ জনবল, শুধু নেই প্রয়োজনীয় অর্থবল। তাই আপনি যদি একজন সচ্ছল মুসলিম ভাইয়্যা বা আপু হয়ে থাকেন তাহলে আপনার প্রতি আমাদের ছোট্ট আহ্বান। আপনার সুচিন্তিত মূল্যবান পরামর্শ, সাহায্য, সময়, দোয়া এবং অর্থ (যাকাত/ফেৎরা/দান/সাদাকাহ/কুরবানির চামড়ার টাকা ইত্যাদি) দিয়ে আমাদের পাশে থাকুন। আপনার একটু সহযোগিতাই ও আল্লাহর অনুগ্রহ হয়ত আমাদের এই কাজ এগিয়ে নিয়ে যাবে অনেক দূর।
২। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
প্রতিটি বাংলা ভাষা-ভাষি মুসলিমের কাছে কুরআনের ভাষা আরবির প্রাথমিক জ্ঞান পৌঁছে দেওয়ার নিমিত্তে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি।
৩। আমাদের কার্যক্রম
ক। ঘরে বসে ২০ ক্লাসে আরবি কুরআনের ভাষা শিক্ষা কোর্স। (সম্পূর্ণ বিনামূল্যে)
খ। সহজ পদ্ধতিতে সহীহ কুরআন এবং দোয়া শিক্ষার আসর। (সম্পূর্ণ বিনামূল্যে)
(উভয় কোর্সের পাঠ্য বই সংকলন ও বিতরন কাজ চলমান;
রি-প্রিন্ট করতে শুধু প্রয়োজন অর্থের; যেখানে অংশগ্রহণ করতে পারেন আপনিও)
৩। আমাদের কার্যক্রম
গ। আরবী/বাংলা অনুবাদ কুরআন ও সহীহ হাদীসের গ্রন্থ সংকলন ও বিতরণ।
ঘ। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যাক্তিকে আর্থিক অনুদান।
ঙ। সামাজিক কল্যাণমূলক কাজ (গাছ লাগানো, নলকূপ স্থাপন, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করা ইত্যাদি)
চ। বয়স্ক ও অসহায় শিশুদের শিক্ষাদান কার্যক্রম পরিচালনা।
ছ। দাতব্য চিকিৎসালয় স্থাপন ও স্বাস্থ্য সেবা প্রদান।
জ। শিক্ষা প্রসারে মানসম্মত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
ঝ। মাজলুম হলে আইনি পরামর্শ ও আর্থিক সহযোগিতা প্রদান।
ঞ। একটি মাসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করা। যেখানে লাইব্রেরী; বয়স্ক শিক্ষা কেন্দ্র; শিশুদের চিত্তবিনোদন কেন্দ্র; স্বনির্ভর আয়-উপার্জন প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি থাকবে।
আমাদের সাথে যুক্ত হতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন–
| ঘরে বসে ২০ ক্লাসে আরবি কুরআনের ভাষা শিক্ষা(থেকে কপি) ক। ঘরে বসে ২০ ক্লাসে আরবী কোরানের ভাষা শিক্ষা কোর্স। (সম্পূর্ণ বিনামূল্যে) খ। সহজ পদ্ধতিতে সহীহ কোরান এবং দোয়া শিক্ষার আসর। (সম্পূর্ণ বিনামূল্যে)(উভয় কোর্সের পাঠ্য বই সংকলন ও বিতরন কাজ চলমান; রি-প্রিন্ট করতে প্রয়োজন অর্থের যেখানে অংশগ্রহণ করতে পারেন আপনিও) প্রিয় কোরানের সাথীরা! আলহামদু লিল্লাহ, আমরা বই ছাপানোর (রি-প্রিন্ট) জন্য যে সাহায্য বা অর্থের কথা বলেছিলাম তার জন্য আমরা একটি ফান্ড তৈরি করেছি। সেখানে এ পর্যন্ত বেশ কিছু অর্থ জমা হয়েছে। এখনো বেশ কিছু অর্থের দরকার। আপনি চাইলে হতে পারেন সেই মহতি কাজের একজন গর্বিত সদস্য যা সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে অনন্তকাল। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআনের খেদমতে এখন আপনিও (পাশে বর্ণিত নম্বরে) সাদাকা/যাকাত/দান পাঠাতে পারেন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ্য ও নিরাপদে রাখুন। ধন্যবাদ মোঃ উমর ফারুক | বিকাশ/ নগদ/ রকেট পার্সোনাল:01717954347 ডাচ-বাংলা ব্যাংক:7017330232831 (দিঘীনালা, খাগড়াছড়ি) ইসলামী ব্যাংক (ব্যাংক একাউন্ট)মোঃ উমর ফারুকহিসাব নং- 20507770209469134শাখা- এজেন্ট ব্যাংকিং(দিঘীনালা, খাগড়াছড়ি)রাউটিং নং- 125270607 অথবা,হিসাব নং- 20502030204725314শাখা- ক্যান্টনমেন্ট শাখা, ঢাকাইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ |
বিস্তারিত জানতে যোগাযোগ করুন– 01717954347 (হোয়াটস এ্যাপস)